কিভাবে হ্যাকাররা COVID-19 Contact-Tracers অ্যাপ দিয়ে ম্যালওয়্যার ছড়াচ্ছে? কিভাবে বাঁচবেন?
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আমরা মোটামুটি সবাই হয়তো করোনা রোগী সনাক্তকরণের জন্য Contact-Tracing অ্যাপ এর কথা শুনে থাকব। কিন্তু অনেকে হয়তো জানি না ভুল Contact-Tracing অ্যাপ ইন্সটল দেয়ার মাধ্যমে আপনার ফোনে ছড়িয়ে পড়তে পারে ম্যালওয়্যার। কিভাবে আপনার ফোনকে ম্যালওয়্যার এটাকে হাত থেকে বাঁচাবেন এবং আসল Contact-Tracing অ্যাপ চিনবেন এটি নিয়েই মূলত আজকের টিউন। বিশ্বব্যাপী করোনা মহামারীতে, বিভিন্ন দেশ এবং সরকার আক্রান্ত রোগীদের সনাক্তকরণে কাজ করে যাচ্ছে আর এই সুযোগটা কাজে লাগাতে তৎপর হয়ে উঠেছে একদল হ্যাকার। তারা Contact-Tracing অ্যাপের মাধ্যমে ইউজারদের ফোনে ছড়াতে চাচ্ছে ম্যালওয়্যার। চলুন দেখে আসা যাক কিভাবে এই মহামারীকে পুঁজি করে হ্যাকাররা মানুষের ফোনে ম্যালওয়্যার পাঠাচ্ছে। Contact-Tracing অ্যাপ কি? বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রভাব ছড়িয়ে পড়াতে, এটি খুঁজে বের করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিভাবে ভাইরাসটি ছড়াচ্ছে। মানুষজন সংক্রমণ রোধে আগে থেকেই সতর্ক হতে চাচ্ছে। জানতে চাচ্ছে তার আশেপাশে কেউ করোনা আক্রান্ত কিনা। আর এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে বিশ্বব্যাপী, বিভিন্ন দেশের সরকাররা Contact-Tracin...