Posts

Showing posts from March, 2022

স্মার্টফোন কেনার সময়ে ৬টি বিষয় মাথায় রাখবেন - Smartphone

Image
  বিজ্ঞাপন বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :  স্মার্টফোন কেনা গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। তবে নতুন স্মার্টফোন কিনতে গিয়ে কনফিউশন হওয়াই স্বাভাবিক। শক্তিশালী র‍্যাম ও উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি,গেমিং কত কিছুই না থাকে এখনকার ফোনে। তাই ভেবেচিন্তেই এই ফোন কিনতে হয়, যাতে কষ্টার্জিত টাকায় কেনা স্মার্টফোন আপনার সকল চাহিদা পূরণ করে। বিজ্ঞাপন .. এ ক্ষেত্রে ফোন কেনার সময়ে যে বিষয়গুলো নজর দিবেন… বিজ্ঞাপন ১. একটি স্মার্টফোনের র‌্যাম ও প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ জিনিস। র‌্যাম যত বেশি হবে,ফোনের অ্যাপগুলিও ততটাই মসৃণভাবে চলবে। আপনার প্রায়োরিটি যদি গেমিং হয়,তবে এটি বেশ গুরুত্বপূর্ণ। তাই ফোন কেনার সময়ে নজর দিন র‌্যামের সংখ্যার দিকে। তার সঙ্গে দেখুন সব থেকে ভালো প্রসেসর কোনো ফোনে। আপনার বাজেটে সবচেয়ে বেশি র‌্যাম পাবেন এমন ফোনই নির্বাচন করুন। ২. ফোনের স্টোরেজের বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। কারণ এখন বেশিরভাগ ফোন ব্যবহারকারীই মেমরি কার্ড ব্যবহার করেন না। তাই ফোন কেনার সময়ে অন্তত ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোন কেনার চেষ্টা করুন। বিজ্ঞাপন ৩. যত দিন যাচ্ছে স্মার্টফোনে ক্যামেরার মান উন্নততর হচ্ছে। এখ...