Redmi Note 11S 5G অ্যামোলেড ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ সস্তায় লঞ্চ হল

 

redmi-note-11s-5g-launched-price-usd-249-specifications-features

গতকাল রাতে গ্লোবাল মার্কেটে একটি ভার্চুয়াল ইভেন্টে Xiaomi, Redmi 10 5G ও Redmi Note 11 Pro+ 5G এর সাথে Redmi Note 11S 5G ফোনটি লঞ্চ করেছে। এটি গত বছর চীনে আত্মপ্রকাশ করা Redmi Note 11 5G ফোনের কিছুটা রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে এসেছে। আবার এর ফিচারের সাথে মিল আছে গত মাসে ভারতে লঞ্চ হওয়া Poco M4 Pro 5G ফোনের। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে Redmi Note 11S এর 4G মডেল বিশ্ব বাজারে পা রেখেছিল। আসুন নতুন এই ফোনের দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

রেডমি নোট ১১এস ৫জি দাম (Redmi Note 11S 5G Price)

রেডমি নোট ১১এস ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৪৯ ডলার (প্রায় ১৮,৮০০ টাকা)। আবার ফোনটি ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যাদের দাম যথাক্রমে ২৭৯ ডলার (প্রায় ২১,১০০ টাকা) ও ২৯৯ ডলার (প্রায় ২২,৬০০ টাকা)। ফোনটি মিডনাইট ব্ল্যাক, টিউলাইট ব্লু ও স্টার ব্লু কালারে এসেছে।

রেডমি নোট ১১এস ৫জি স্পেসিফিকেশন (Redmi Note 11S 5G Specifications)

রেডমি নোট ১১এস ৫জি ফোনে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ৷ পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। রেডমি নোট ১১এস ৫জি ৬ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4X) ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 2.2)সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 11S 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১১৮ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 11S 5G ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি মাত্র এক ঘন্টার মধ্যে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ সম্পূর্ন করতে পারে। সিকিউরিটির জন্য এতে উপলব্ধ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডুয়েল সিমের এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমএআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করবে।

Comments

Popular posts from this blog

[ UPDATED ]How to add a Stylish Note Block [Notebox] in any Blogger Template 2022

New YouTube Tax Policy Will Reduce Income from the US Market?

Median Ui 1.6 Redesign Added Many More Feature Try It Now Fast Adsense Approval Template.